বহু জল্পনা কল্পনা শেষে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির প্রার্থী বাছাই শেষে বিএনপি চুনারুঘাট উপজেলার সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিমকে একক প্রার্থী ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারী প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামছুল হক তালুকদার, দেওরগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি লূৎফুর রহমান ছানু মেম্বার, সাধারণ সম্পাদক মাস্টার আতিকুল কবির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিত সহ স্থানীয় নেতৃবৃন্দ। সৈয়দ আবু নাঈম হালিম গত নির্বাচনে দেওরগাছ ইউনিয়ন পরিষদে সামান্য ভোটের ব্যবধানে ৩য় স্থান লাভ করেন।