আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলার ৪নং সদর বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক সর্দারের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পূর্বগ্রাম মাঠথেকে শুরু হয়ে, বামৈ পশ্চিমগ্রাম সড়ক বাজার এবং বামৈ বড়বাজার হয়ে, ভাদিকারা গ্রাম প্রদক্ষিন করে আবারো বামৈ পূর্বগ্রাম মাঠে এসে সমাপ্তি ঘোষনা করা হয়।