আজমিরীগঞ্জ কৃষি ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজমিরীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত বদির মিয়ার পুত্র মোঃ আব্দুস সাত্তার গত ২৫ মার্চ কৃষি ব্যাংক কর্মকর্তা রথীন্দ্র চন্দ্রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৫ মার্চ আব্দুস সাত্তার আজমিরীগঞ্জ কৃষি ব্যাংকে গিয়ে একটি নতুন একাউন্ট করেন। একাউন্ট নাম্বার ৪২১১। একাউন্ট করার পর তিনি চেক বই চাইলে কৃষি ব্যাংকের কর্মকর্তা রথীন্দ্র চন্দ্র চন্দ তার নিকট এক হাজার টাকা ঘুষ দাবী করেন। তখন ঔ ব্যাংক কমকর্তা তাকে হুমকি প্রদান করে বলেন, এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে তার একাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। অভিযোগে তিনি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।