লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে জোড়া খুন মামলার প্রধান দুই আসামীকে আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সিআইডি পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলো উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র আতাউর রহমান (৩০) ও মাজু মিয়ার পুত্র শাহীন মিয়া (৩৫)। পুলিশ জানায়, গত বছরের ১৯ জুলাই ওই গ্রামে সংঘর্ষে কদম আলী ও বকুল মিয়া নামের দুই ব্যক্তি খুন হয়। ওই জোড়া খুনের মামলার অন্যতম আসামী হল আটক আতাউর ও শাহীন। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে। এ ছাড়াও তারা শাহজাহান ও সাহেদ আলী হত্যা মামলার আসামী। আজ তাদেরকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।