টুঙ্গিপাড়া টু-পাকিস্তান নামে একটি ফেইসবুক আইডিতে হবিগঞ্জ লাখাই আসনের এমপি আবু জাহিরকে নিয়ে কটুত্তিকর মন্তব্য পোষ্ট করা হয়েছে। এনিয়ে শহরজুরে চলছে আলোচনার ঝড়। এ ব্যাপারে হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন হবিগঞ্জ সদর থানায় গতকাল মঙ্গলবার রাত ৯টায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রিতে উল্লেখ করা হয়, গত কিছুদিন ধরে টুঙ্গিপাড়া টু-পাকিস্তান নামে একটি আইডিসহ অন্য আরেকটি আইডি থেকে এমপি আবু জাহিরকে নিয়ে বেশ কিছু কটুক্তি করা হয়। পরে ওই ছাত্রলীগ নেতা ওই পোষ্টে মন্তব্য করলে টুঙ্গিপাড়া টু পাকিস্তান নামক আইডি থেকে তাকে হুমকি দেয়া হয়। ওই আইডিতে অন্য একটি পোষ্ট উল্লেখ করা হয় যে, মাত্র তিন লক্ষ টাকায় ইউপি নির্বাচনের দলীয় মনোনয়ন পাওয়া যায়। এখন বুঝ দেশ কত ডিজিটাল। তবে অন্য একটি সূত্র জানায়, ওই আইডিতে শুধু এমপি আবু জাহির নয় ওই ছাত্রলীগ নেতার বোনকে নিয়ে বেশ কয়েকটি আপত্তিকর ছবিও পোষ্ট করা হয়েছে।