শহরে স্কুল ছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনার রেশ কাটনা না কাটতেই এবার সরকারী মহিলা কলেজর ভেতরে প্রকাশ্যে ছাত্রীকে লাঞ্ছিত করেছে বখাটে ও তার বন্ধুরা। এ ঘটনায় বখাটেদের ভয়ে কলেজ ছেড়ে দিয়েছে ওই ছাত্রী। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শাহপুর গ্রামের সালামত চৌধুরী পুত্র বখাটে তোফায়েল আহমেদ একই গ্রামের জৈনক এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উত্যেক্ত করত। এনিয়ে গ্রামে বেশ কয়েকবার ওই বখাটের পরিবারের কাছে সালিশ দেয়া হলেও তার কোন প্রতিকার পায়নি ওই কলেজ ছাত্রীর পরিবার। গতকাল সোমবার ছাত্রী কলেজে গেলে বখাটে তোফায়েলসহ তার বন্ধুরা মহিলা কলেজের ভেতরে প্রবেশ করে শত-শত ছাত্রীদের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিষয়টি ছাত্রীর পরিবার হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রফেসর শফিউল আলমকে অবগত করেন। শহরে বিকেজিসি সরকারী স্কুল ছাত্রীকে প্রকাশ্যে লাঞ্চিত করার পর এবার মহিলা কলেজের ভেতরে কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় শুধু শহর নয় শাহপুর গ্রামেও শুরু হয়েছে তোলপাড়। এদিকে, গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর আত্মীয় সাজন চৌধুরী দৈনিক হবিগঞ্জ সমাচারকে জানান, প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় তোফায়েলের পরিবারের লোকদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুণেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।