আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। জানাযায়, ২য় দফায় অনুষ্ঠিত হওয়া ৬৭২ ইউনিয়ন পরিষদের ১ম পর্যায়ে আজমিরীগঞ্জ উপজ্লোর ৫ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। এ নির্বাচনকে কেন্দ্র করে ৫ ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে নিরাপত্তা রক্ষার দায়িত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। উপজেলার ৫ ইউনিয়নে মোট ৪১৬ জন পুলিশ নিয়োগ করা হয়েছে। আনসার ভিডিপি ৫ ইউনিয়নের মোট ৪৭ টি কেন্দ্রের প্রতিটিতে ১৭ জন করে মোট ৭৯৯ জনকে দায়িত্ব দেয়া হয়। মোবাইল টিম হিসেবে বিজিবি দায়িত্বে থাকবে। স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে র্যাব। মোবাইল কোর্ট পরিচালনার ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে নিরাপত্তা তথা শান্তি শৃংখলা রক্ষায় সর্বাধিক গুরুত্ব দ্য়ো হয়েছে। ৫ টি ইউনিয়নে ভোটার সংখ্যা মোট ৬৬ হাজার ১ শত ১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ২ শত ৩৯ জন ও মহিলা ভোটার ৩২ হাজার ৯ শত ৫৬ জন। উপজেলায় ওয়ার্ড সংখ্যা ৪৪ টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোট কক্ষ মোট ১৬৬ টি, অস্থায়ী কেন্দ্র ০১ টি, অস্হায়ী কক্ষ ০৯টি। উল্লেখ্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।