কলেজে আসার পথে বাহুবল কলেজের চার ছাত্র-ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করে। আহতরা হল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নিসফা আক্তার, সুমনা আক্তার, তহুরা আক্তার ও এইসএচসি পরীক্ষার্থী রাহাদ মিয়া। গুরুতর আহত নিসফা আক্তারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, সকাল পৌনে ১০টার দিকে বাহুবল বাজার থেকে অটোরিকশা যোগে চার ছাত্র-ছাত্রী কলেজে আসছিল। তাদের বহনকৃত অটোরিকশাটি মহাসড়ক ক্রস করতে গেলে ট্রাক-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজের ৪ ছাত্র-ছাত্রী আহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কলেজের প্রভাষক আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।