দেউন্দি সড়কে সুজন মিয়া নামে এক টমটম ড্রাইভারের হাত-পা বেধে টমটম ছিনতাই করে নিয়ে গেছে একদল দূবৃত্ত। সে চুনারুঘাট উপজেলার গুড়ামী গ্রামের ফুরুক মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারের একটি ছ’মিল থেকে ৪ মণ লাকরি নিয়ে ৩জন লোক একই উপজেলার পঞ্চাশ গ্রামে যাওয়ার জন্য সুজনের টমটম ভাড়া নেয়। পথিমধ্যে টমটমটি দেউন্দি ও পঞ্চাশ বাজারের মাঝামাঝি স্থানে পৌছলে যাত্রীবেশে দূর্বৃত্তরা টমটম ড্রাইভারের উপর হামলা করে। ওই সময় তারা সুজনের হাত-পা বেধে তার টমটমটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন।