মাধবপুর তেলিয়াপাড়ায় ট্রাক ও যাত্রীবাহি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী একটি টমটম গাড়ি ৮ জন যাত্রী নিয়ে শাহজাহানপুর থেকে তেলিয়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে, তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় টমটম গাড়িটি পৌছা মাত্র বিপরীত গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ওই গাড়ির যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলাম (৭০), আব্দুর রহমান (২০), খলিলুর রহমান (৫০), সুমন মিয়া (২৯), আব্দুল্লাহ (২০), নাসিম (১৯) কে মাধবপুর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সকাল ৮টায় আশঙ্কাজনক অবস্থায় তাজুল, ইসলাম, আব্দুর রহমান, খলিলুর রহমানসহ ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।