চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী ছুব্হে ছাদেক উচ্চ বিদ্যালয়ে মহান স্বধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত রবিবার বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এড. ছাদেকুর রহমান ছাদেক ও সুপ্রীম কোর্টের আইনজীবি এডঃ আব্দুস শুকুর শাহ আলম। বিদ্যালয়ের শিক্ষক মোঃ মহিউদ্দিন আহম্মদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। প্রথমেই বিদ্যায়য়ের স্কাউট দল প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল আলম ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, যদি শিক্ষকদের পাশাপাশি মা-অভিভাবকরা শিশুদের কে প্রতিদিন বিদ্যালয়ে নিয়ে আসেন এবং তাদের প্রতি নজরদারি করেন তাহলেই তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব। আর তখনই আমরা বিশে^র কাছে সু-শিক্ষিত জাতি হিসেবে মাথা উচু করে পরিচিতি লাভ করতে পারবো। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, যদি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ভাল পাঠদান করা যায় তাহলে বছর শেষে পাশের হার শতভাগ করা অবশ্যই সম্ভব হবে। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি পাশের হার শতভাগ করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এডঃ মোঃ আব্দুল মোছাব্বির, এডিশনাল পিপি ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আব্দুল আহাদ ফারুক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালেহ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আইনজীবি সমিতির সাধারন সমাপদক এড. সুবীর রায়, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, বিদ্যলয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ মিজানুর রহমান, জগদীশ চন্দ্র ঘোষ, আব্দুস সামাদ মাস্টার, মোঃ আব্দুস ছোবান, আব্দুর রহিম তালুকদার, মোঃ বাচ্চু মিয়া, জমিয়ত উল্লা, মাস্টার মোজাহীদ আহমেদ প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।