‘নদীর স্বাধীনতা চাই’ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তারা ॥ হবিগঞ্জের নদীগুলোকে দখল ও শিল্পদূষণমুক্ত করার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে
তারিখ: ৩০-মার্চ-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জের খোয়াই নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করে নদীটিকে দখলমুক্ত করতে হবে। মাধবপুরের সোনাই নদী ভরাট করে নির্মাণ করা হচ্ছে সায়হাম ফিউচার পার্ক। এদিকে শিল্পবর্জ্য নিক্ষেপের কারণে সুতাং নদীর পানি দূষিত হয়ে পড়েছে। তাই সোনাই নদী থেকে অবৈধ স্থাপনা অপসারণ ও সুতাং নদীকে দূষণমুক্ত করার আন্দোলনে সকল সচেতন নাগরিককে অংশগ্রহণ করতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে ‘নদীর স্বাধীনতা চাই’ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, বাপা হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, জেলা বাসদ নেতা কমরেড হুমায়ূন খান, সাহিত্য ও সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই-এর প্রেসিডেন্ট ডাঃ এসএম আল-আমিন সুমন, রোটারিয়ান আনোয়ার হোসেন, খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক পার্থসারথি রায়, নাট্যকর্মী মুক্তাদির হোসেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, সংস্কৃতিকর্মী শেখ উসমান গণি রুমী, চলচ্চিত্রকর্মী ইফতেখার আহমেদ ফাগুন, সীমান্ত দেব তুর্য প্রমুখ। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। সভা পরিচালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।

প্রথম পাতা
শেষ পাতা