স্টাফ রিপোর্টার ॥ আলোর পদক্ষেপের মোড়ক উন্মোচন ও পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ম হয়েছে। গতকাল চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণপাঠাগারের নিয়মিত প্রকাশনা আলোর পদক্ষেপ প্রকাশনা অনুষ্ঠান ও বার্ষিক বইপড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহানারা খাতুন। এস এম মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী,আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সল আহমদ,এডভোকেট আব্দুল আওয়াল মাস্টার,সাংবাদিক মিলন রশীদ, মাজহারুল ইসলাম, কবি এসএম তাহের খান,কবি জিন্নুন নাহার খানম নিপা, কবি হারুন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাহুবল পাবলিক লাইব্রেরির কর্মী আলফু মিয়া,কবি মতিউর রহমান,হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী,আশরাফ হোসেন রুবেল,মোহাম্মদ নূরুদ্দীন, বশির মাস্টার, রুপু দেব, জুমন তালুকদার, মাসুক আহমেদ, নাসির চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন,আলোর পদক্ষেপ প্রকাশনাটি এ অঞ্চলের একটি মাইলফলক হয় থাকবে। নান্দনিক কলেবরে ও জাতীয়-আঞ্চলিক লেখকদের গুরুত্বপূর্ণ লেখায় সমৃদ্ধ হয়েছে এ প্রকাশনাটি। বক্তারা প্রকাশনাটির সাথে জড়িত সকলের প্রশংসা করেছেন অকুণ্ঠচিত্তে। তিনটি শাখায় অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাঠকবৃন্দ তিনটি বই পাঠ করে একটি লিখিত মূল্যায়নে অংশগ্রহণ করেন। বইগুলো হলো, সোফির জগৎ, প্রদোষে প্রাকৃতজন ও সৈয়দ মুজতবা আলী শ্রেষ্ঠ রম্যরচনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন,পদক্ষেপ গণপাঠাগার বাংলাদেশের একটি ‘ক’ শ্রেণির পাঠাগার তাই এর বইপড়া প্রতিযোগিতার গুনগত মান রক্ষা করতে হয়। তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে উঠবে বলে আশা করি। প্রধান অতিথি বলেন,পদক্ষেপ গণপাঠাগার বইপড়া আন্দোলনের এক অনন্য প্রতিষ্ঠান। তিনি বলেন, বই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে। তিনটি শাখায় নয়টি পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই বই উপহার দেয়া হয়।