স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জ উপজেলায় আগাছা নিধনের ওষুধ ছিটিয়ে ধানের চারা নষ্ট করার জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের আব্দুল আজিজ লস্করের ছেলে রিপন লস্কর (২৫), ছুরুক লস্করের ছেলে রুবেল লস্কর (২৪), ছামাদ লস্করের ছেলে রাকিব লস্কর (১৭) ও জলিল লস্করের ছেলে ছামির লস্কর (১৬)
আহতদের অভিযোগ- কয়েকদিন আগে একই গ্রামের পরেশ দেবের ছেলে হিমাংসু দেব তার জমিতে আগাছা নিধনের ওষুধ দেন। এসময় তিনি পাশের আব্দুল জলিল লস্করের ধানের চারা জমিতেও এই ওষুধ ছিটিয়ে দেন। এতে জমির সব চারা নষ্ট হয়ে যায়। গত শুক্রবার হিমাংসু দেবকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ক্ষিপ্ত হন। এসময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর হিমাংসু, তার ভাই দেবাংশু, শ্রীকান্ত দেবের ছেলে সিতু ও জিতু, শিরিষ দেবের ছেলে সমীরণ, তার ছেলে নীতেশ দেব, পবিত্র দেবের ছেলে প্রাণেশসহ ১০/১২ জন জলিল লস্করের উপর হামলা চালায়। খবর পেয়ে জলিলের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উল্লিখিত ৪ জন আহত হন।