স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রীম এর উদ্যোগে ৩শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শিরিষতলা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন সঞ্জয় রায়ের পরিচালনায় শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমিঃ ফাস্ট প্রেসিডেন্ট লায়ন একেএম মীর জামিনুল নবী ফয়সল, ফাস্ট প্রেসিডেন্ট মধ্যে বক্তব্য রাখেন লায়ন এ্যাডভোকেট শিবলী খায়ের, লায়ন গাজী মিজবাহ উদ্দিন, লায়ন লিটন মিয়া, লায়ন রফিক মিয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন এমজি মোহিত, ফাস্ট সেক্রেটারী লায়ন মঈন উদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারী সিদ্দিকুর রহমান মাসুম, ট্রেজারার ফারুক মিয়া (এম, জে, এফ) সহ-ট্রেজারার লায়ন আনোয়ার হোসেন। অনুষ্ঠানে লায়ন লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন পীর মিজানুর রহমান, লায়ন হাজী নজরুল ইসলাম, লায়ন আব্দুর রশিদ খান, এটিএম তামিম সিদ্দিক, অ্যাডভোকেট গাজী পারভেজ হাসান, লায়ন ফরিদ মিয়া, লায়ন ফেরদৌস আহমেদ, চৌধুরী তুষার, লায়ন বাপ্পি রায়, লায়ন নাসির উদ্দিন, লায়ন খালেকুজ্জামান, লায়ন রাজন আহমেদ নাঈম, লায়ন ফজলুল হক, লায়ন জাহাঙ্গীর আলম সুমন, লায়ন মোহাইমিনুর রহমান চৌধুরী, প্রমুখ। উল্লেখ্য, মানবতার কল্যাণে লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে হবিগঞ্জে জনসেবামূলক কর্মকান্ড করে যাচ্ছে।