স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ইমাদ আহমেদ অন্তর (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। সে শহরের উমেদনগর গ্রামের আবুল কালাম রউফের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার তার কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) তার পিতা আব্দুল কালাম রউফ হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর ১১২৪)। নিখোঁজ অন্তরের পরিবার জানায়, অন্তর কোনো ধরনের ঝামেলা বা পারিবারিক বিরোধ ছাড়াই স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিল। এরপর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। যদি কেউ নিখোঁজ যুবকের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।