শায়েস্তাগঞ্জে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
তারিখ: ১৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর থেকে ড্রাইভার বাজার পর্যন্ত ও অলিপুর হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে  স্থানীয় প্রশাসন। স্থানীয় পত্রিকায় ইতোপূর্বে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এতে স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিপুর হাইওয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী একাধিক দোকান অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী যানজট ও জনভোগান্তি হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উচ্ছেদের পর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে স্বাভাবিক যান ও পথচারী চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে কেউ যাতে পুনরায় অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলে জানানো হয়।
এদিকে উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

প্রথম পাতা