নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুক্তরাজ্য প্রবাসী ছায়েদ আহমেদের সহযোগিতায় আদর্শ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আব্দুল ওয়াহিদ ইয়াওরের সভাপতিত্বে এবং বিকাশ দেব রিংকুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্নানঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল মিয়া, ইউপি সদস্য হাফিজুর রহমান,এনামুল হক,মাছুম আহমেদ,সাইফ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছায়েদ আহমেদের আহমেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা শামীম আহমেদ।