স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস চিহ্নিত ডাকাত আব্দুল খালেক অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। পরে খবর পেয়ে চুনারুঘাট থানায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। ডাকাত আব্দুুল খালেক উপজেলার মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের করম আলীর ছেলে। স্থানীয়রা জানান, ডাকাত আব্দুল খালেক স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভূক্ত আসামী। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ডাকাতি পেশায় নিয়োজিত ছিল। সম্প্রতি চুনারুঘাটে কালেঙ্গাবনে বনরক্ষিদের সাথে গাছ চোরদের গুলাগুলি হয়। এ ঘটনার সাথে খালেক জড়িত রয়েছে। তার কাছে অস্ত্র রয়েছে বলেও অনেকের সন্দেহ হয়। তার ভয়ে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় জনতাকে তাকে আটক করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। খবব পেয়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।