চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফের ওরসে দোকান পাঠে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে নাগর দোলাসহ কয়েকটি দোকান পাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, গত বুধবার থেকে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরস চলছিল। শুক্রবার শেষ দিনে শবে মিরাজের রাতে ওরসে নাগর দোলায় মিউজিক চলছিল। এতে একদল দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নাগর দোলাসহ কয়েকটি দোকান পাঠে হামলা চালায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে, শবে মিরাজের পবিত্র রাতে মাজার কর্তৃপক্ষের নাগর দোলায় মিউজিক বন্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেন সচেতন মহল।