খালেদ জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত- ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক
তারিখ: ১৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোটার ॥

 হবিগঞ্জ-৪ (মাধনপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সল এর জ্যেষ্ঠ সন্তান বিএনপি নেতা ও শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান কখনোই মুছে যাওয়ার নয়। আপোষহীন নেত্রী হিসেবে তিনি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খালেদা জিয়ার আদর্শ শুধু বিএনপির জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব সব সময় দেশের মানুষের হৃদয়ে দীপ্ত থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমাদের দায়িত্ব হলো বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাঁর দেখানো পথে চললেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মোঃ ফয়সল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। সৈয়দ মোঃ ফয়সল সংসদ সদস্য নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন
শনিবার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌমুহনী  ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম মালু সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, ফজলুর রহমান, ফরিদুর রহমান, হামিদুর রহমান প্রমুখ।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।

প্রথম পাতা