বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
তারিখ: ১৮-জানুয়ারী-২০২৬
জাকারিয়া চৌধুরী

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ গাঁজা জব্দ করেছে। যার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গত ১৫ জানুয়ারি সীমান্ত থেকে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যা ৬ টার দিকে ০১টি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশী করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস দেখতে পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকস গুলো জব্দ করা হয়। 
এছাড়াও চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল রাত ৭টা ৩০ মিনিটের সময় সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশী পরিচালনা করে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। জব্দকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

প্রথম পাতা