ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ৫ লাখ
তারিখ: ১৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সদর উপজেলার ধুলিয়াখালে ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ী আলতাব মিয়া সর্দারের কাছ থেকে ফিল্মি স্টাইলে ৭ লাখ টাকা ছিনতাইর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সাথে ৫ লাখ টাকা উদ্ধারসহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার গরু বহনকারী গাড়ির চালক সোহেল রানা ওরফে সোহান। ঘটনার মূলনায়ক ডিবি অফিসার পরিচয়দানকারী সদর উপজেলার আব্দাবখাই গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র জহিরুল ইসলাম সজিব পালিয়ে গেছে। এমন ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২নং পুল এলাকার ডেইরি ফার্মের পরিচালক আলতাব মিয়া সর্দার। তিনি গরু ক্রয়ের উদ্দেশ্যে গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগদ ৭ লাখ টাকা নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হবিগঞ্জ সদর থানার ধুলিয়াখালের বাউল ঘরের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা সিএনজি এসে তার ব্যবহৃত সিএনজির গতিপথ রোধ করে।
এ সময় ছিনতাইকারীরা ডিবির পরিচয় দিয়ে আলতাব মিয়া সর্দারকে আওয়ামী লীগ নেতা, মামলা আছে এবং এমপি আবু জাহিরের সাথে ছবি দেখি তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে নির্জনস্থানে টাকা রেখে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। আলতাব সর্দারসহ এলাকার বেশ কয়েকজন ঘটনার পর আলতাব মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সীর তত্ত্বাবধানে সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, এসআই মো. আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ সাড়াশি অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হন ঘটনার সাথে গরু বহনকারী গাড়ির চালক সোহান জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করে। পরে পুলিশ শুক্রবার রাত ১টার দিকে মশাজানের আব্দাবখাই গ্রামের মো. জহিরুল ইসলাম সজীবের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সজীব পালিয়ে যায়। এ মামলায় আরও একজনকেও আসামি করা হয়। শনিবার বিকালে সোহানকে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবন্দি দেয় এবং এতে সে সজিবসহ আরও ১ জনের নাম প্রকাশ করে।
ওসি (তদন্ত) জানান, উদ্ধার হওয়া টাকা আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি ২ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গ, ইতোপূর্বেও ওই এলাকায় আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এজন্য অনেকেই ওই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান।

প্রথম পাতা