স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় সিএনজিতে উঠিয়ে করে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুই যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ওই শায়েস্তাগঞ্জে বাজার করতে আসেন চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের খাদিজা বেগম। এ সময় পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাহীম নামে এক যুবক তাকে ফোন করে নতুনব্রীজ এলাকায় দেখা করতে বলে। এতে ওই নারীকে তার সাথে দেখা করতে আসলে যুবক ও তার সহযোগিরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অপহরণের চেষ্টা করে। সিএনজি কিছু দূর এগিয়ে গেলে নারীর চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করেন এবং সিএনজিটি আটক করে তাকে উদ্ধার করেন। এ সময় জনতা দুই যুবককে আটক করে উত্তম-মধ্যম দেন। তখন জনতার ভীড়ে এক যুবক পালিয়ে যায়। খাদিজাকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপর একটি সুত্র জানায়, বাহুবল উপজেলার লাল টিলা এলাকার আব্দুল জুনায়েদের ছেলে রাহীমের সঙ্গে দীর্ঘদিন ধরে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। এ সুবাধে তাদের মধ্যে কথা-বার্তা চলছিল।